কোরান হাদিসের উদ্ধৃতি
জাতি ও সাধারণ নাগরিকের অধিকার স্বার্থ হরণ
ক্ষমতা ও পেশিশক্তির অপব্যবহার স্বেচ্ছাচারিতা
প্রতারণা আইনের অসৎ ব্যবহার ইত্যাদির মাধ্যমে
ব্যক্তিগত আরো গোষ্ঠীগত স্বার্থ হাসিল ইসলামের
দৃষ্টিতে চুরি ডাকাতি ছিনতাই সুদ ঘুষ জুয়ার ন্যায়
যে কোনো হারাম পন্থা অবলম্বনই দুর্নীতির কারণ!
একে অপরের সম্পদ অন্যায়ভাবে করো না গ্রাস
ইহা তো পবিত্র আল কোরআনেই হয়েছে ইরশাদ
শুধু তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা
করা হয় তা বৈধ আর তোমরা নিজেদের কাউকে
হত্যা করোনা আল্লাহ তোমাদের প্রতি দয়ালু ইহা
দৃঢ়ভাবে বিশ্বাস কর যার ব্যতিক্রমে হবে সর্বনাশ!
সমাজ আরো দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়
দুর্নীতির কারণে এর ভুক্তভোগী হতেও হয় কোটি
কোটি মানুষকে কখনো কখনো একটি দুর্নীতিতে
কতো অসংখ্য মানুষকে শতো বছর পিছিয়ে দেয়
ফলে দুর্নীতি কারীকে বছরের পর বছরই কোটি
কোটি লোকের কষ্টের জীবনভর অভিশাপ পায়!
কোনো উত্তম পন্থার প্রচলন কারী যেকোন লোক
অন্যরা সেই প্রচলন তদনুযায়ী কাজ করলে তার
জন্য তার নিজের পুরস্কার রয়েছে উপরন্তু যারা
তদনুযায়ী যত কাজ করেছে তাদের সমপরিমাণ
পুরস্কারও সে পাবে এতে তাদের পুরস্কার মোটেও
হ্রাস হবেনা ফলে ভোগ করবে ইহ পরকালে সুখ!
আরো যে ব্যক্তি কোনো মন্দ প্রথার প্রচলন করে
এবং লোকেরা তদানুযায়ী কাজ করে যায় ইহার
জন্য তার নিজের পাপ তো আছে ই উপরন্তু যত
লোকজন কাজ করেছে যে তাদের সম পরিমাণ
গুনাহও সে পাবে এতে তাদের অর্জিত গুনা হতে
সামান্য তম ও হ্রাস পাবে না যা ভাগ্যে রবে পরে!