কোলের শিশু
বসে আছে শিশুটির মা,
শিশুটি হাঁটে করে পা পা।
চলে আসলো তার বোন,
বোনটির আছে কত গুণ।
বোনের কাছে যেতে চায়,
হাত বাড়াতেই স্নেহ পায়।
কোলে নিয়ে বোন চুমু খায়,
ভাইকে নিয়ে সে ঘরে যায়।
ঘরে নিয়েই দিল যে খানি,
লিকুইড আর একটু পানি।
আবার শিশুটি বাইরে আসে,
বোনটি চলছে পাশে পাশে।
সে তো একাই হাঁটতে যায়,
হাঁটতে গিয়ে ও হোচট খায়।
তাদের মা আসলন তেড়ে,
শিশুটি কাঁদে ও হাত ঝাড়ে।
কোলে নিয়ে দেখান পাখি,
পাখি উড়ছে ডাকি ডাকি।
মায়ের কোলে শান্তি পায়,
তাঁর বুকেই সে ঘুমিয়ে যায়।