ক্যাসিনো
শত গর্বের এই বাংলাদেশ,
জন্ম ভূমি আমাদের দেশ।
কত কি যেন আজব কান্ড,
মাথা তাদের হয় লণ্ড ভণ্ড।
অশালীন বেশে চলে যারা,
মডেল হয়েছে নামে তারা।
চুর বাটপার ও কত জুয়া,
জুয়ায় নষ্ট শত ফুড়ি ফুয়া।
ক্যাসিনো নাম যার এখন,
জুয়া তারে বলতো তখন।
জগনণকে যারা দিয়ে চাপ,
ঘুষ খায় তারা বাপরে বাপ।
সেলামি বলে খায় কত ঘুষ,
হবে না যেনো কোনই দোষ।
টাকায় নির্ধারিত কত রুজি,
বাড়তি লাগেনা কোন পুঁজি।
ডাকা হত সুদ বলেই যাকে,
ইন্টারেস্ট কয় এখন তাকে।