ক্ষুধার জ্বালা !
কতো মানুষ অবহেলায় পড়ে রয়
দু:খ দুর্দশা দুর্গতি দুর্ভোগের ব্যথা
বেদনা এসব তাদের জীবনে সয়!
ঘর বাড়ি ভিটে মাটি নেই তাদের
অনেকের ঠিকানা আবার খোলা
আকাশের নীচেই বসবাস যাদের।
কেউ রয় পরিত্যক্ত কোন ভিটায়
এরা কখনো উচ্ছিষ্টও ডাস্ট বিনে
রাখা খাবার খেয়ে জীবন কাটায়!
এদের কষ্ট দুর্ভোগ হামেশা থাকে
কতো খেয়ে না খেয়ে তারা ক্ষুধার
যন্ত্রণা সহ্য করারও ক্ষমতা রাখে!
ভাগ্যের নির্মম পরিহাসে পথ বাসী
সামান্য সহায়তা পেলে অনেকের
মুখে ফুটে স্নিগ্ধ কোমল মিষ্টি হাসি!