খুশিতে আত্নহারা
এক সাথে যাবো আমরা বহু দূর
আন্তরিক কয়েক জন বন্ধু মিলে
ফুর্তি আমোদে রব কতো সুমধুর।
যাত্রার প্রাক্ষালে খাদ্য সাথে লই
বাস যোগে রওয়ানা দিয়ে কতো
মাঠ ঘাট পেরিয়ে সব চলতে রই।
খাবারের মেনু ছিলো বড়ো মাছ
অধিক স্বাদের চাইনিজ সবজি
আরো সেথা স্পেশাল রাজ হাঁস।
দুপুরের খাবারের পর মাঠে যাই
খেলতে গিয়ে ঘনিষ্ঠ বন্ধুদেরকে
সেথা পেয়ে কত সুখ শান্তি পাই।
খেলাতে আমাদের জয় লাভ হয়
জয়ধ্বনি শব্দে ঐ মাঠ প্রকম্পিত
করে সব বাড়ির পথে চলতে রয়!