খুশির জুয়ার !
পড়ন্ত দুপুরে মনটি অশান্ত
খেলতে গিয়ে হয়েছে ক্লান্ত
ভাল খেলায় উজ্জ্বল দৃষ্টান্ত
সুনাম খ্যাতি বিস্তৃত প্রশান্ত!
আগামীতে খেলতে অস্থির
তারা যাবে করলো মনস্থির
একান্তে সিদ্ধান্ত নিল সুস্থির
কোন কারণ নেই অসস্থির!
অপেক্ষার দিন কাছে এলো
কয়েকজন ও মিলিত হলো
নামি দামিরা পরামর্শ নিলো
নির্দিষ্ট দিনে খেলতে গেলো।
খেলা শুরু হল সময় মতো
ফুটবল খেলা সুন্দর কতো
দর্শক ছিলো অসংখ্য যতো
আনন্দ উল্লাস করল শতো!
খেলাতে ওদের ই হলো জয়
ফুর্তির মাত্রার ও জুয়ার বয়
উপস্থিতি সবাই আনন্দ ময়
সকল অবারিত খুশিতে রয়!