খোদার করুণা !
কতো দুর্ভোগে লোক
যতোই অশান্তি শোক
চেপে রাখে শত দু:খ!
অনেকে প্রকাশ করে
কাঁদেও অধিক শুরে
চুখের পানি যা ঝরে!
কোনো আঘাত পেলে
আরো দু:খ যদি মিলে
ব্যথার আগুনে জ্বলে!
সময়ই যায় হেলে ধুলে
কাজকর্ম রেখে ফেলে
ভাগ্যে সুখ নাহি মিলে!
আল্লার দয়ায় যে রয়
অসীম শান্তি কত হয়
কোন অসুখী সে নয়!