খোদার সকাশে চাই
লোকদের টকিয়ে থাকে যে
বিশ্বাসে নেইতো সে কাহারো
মানুষের মধ্যে তো অধম সে !
পৃথিবীর সুখ করে নাই ভোগ
তাই পরের আনন্দ ও উল্লাস
দেখলে মনে লাগে তার দু:খ !
যেথায় কোনোও বিজয়ী লোক
শত ত্যাগ তিতিক্ষা সে করেছে
ফলে দেখে না আর কষ্টের মুখ !
যেই করিতেছে সহ্য মনের দু:খ
সরল সঠিক সৎ রাস্তায় চললে
আল্লাহ পাক দিতে পারেন সুখ !
বিরলে এক বিন্দু যার অশ্রুজলে
গাল ও দাড়ি ঝরায়ে কেহ ফেলে
খোদার কাছে চাইলে সুখ মিলে !
আল্লাহর মেহের বানীতে শান্তি হয়
আল্লাহকে স্মরণ রেখে ন্যায় এবং
নিষ্ঠায় চললে জীবনে আরাম রয় !