গাই গুনগান
গযব আসে নাফরমানির দায়
আল্লাহর কাছে উপাসনা আর
আরাধনা করেই উদ্ধার পেতে
সকলে মিলে এক সাথে দোয়া
করলে পরে রক্ষা পাওয়া যায়!
আল্লাহ পাক কতো মেহেরবান
বিপদ আপদ মুশকিল মুছিবত
অভাব অনটন দু:খ কষ্ট দুর্গতি
অসংখ্য ব্যথা বেদনা দূরে নেন
বিধায় সবে মোরা গাই গুনগান!
সৃষ্টি করেছেন ইবাদতেরই তরে
শুধু জ্বিন ও সৃষ্টির সেরা মানুষ
জাতীকে তাইতো আমরা সবাই
সত্যনিষ্ঠ ও সঠিক রাস্তায় চলে
কল্যাণ অর্জন করি জীবন ভরে!