গৌরব
শুন হে যুবক সবে দিয়ে তোমরা মন
বিত্ত সহায় সম্পত্তি আরোও যত ধন।
পৃথিবীতে বিত্তশালী ছিল লোক জন
শক্তিশালী বাহাদুর আরোও জনগন।
ধন সম্পদের গৌরব স্থায়ী নয় ধরায়
সব শেষ হয় জমির ধান নেয় খরায়।
ঐশ্বর্য বিত্তশালী কেউতো টিকে নাই
এসব যত কিছু আমরা দেখতে পাই।
ওদের পরিবারে আর নাই যেন শান্তি
দিনরাত প্রতিনিয়ত রয়তো অশান্তি।
কত লোকের জীবন সুখ দিয়েই শুরু
দুঃখ কষ্টে পড়ে শান্তিও হয়েছে দূরু।
খোদা পাকের দয়ার ভান্ডার অশেষ
সৎ পথে চল সম্পদ হবেনা নিঃশেষ।
আল্লাহ তায়ালার করুনা কত অসীম
প্রচুর দানেতো তিনি হবেন না সসীম।