গ্রীষ্ম ও বর্ষা
কত সুন্দর ধরণীতে এসেছি মোরা
গাছ বৃক্ষ তরুলতা ফুলে ফলে ভরা।
গ্রীষ্ম ঋতুতে থাকে কত বেশী খরা
গাছ-গাছালির পাতা শুরু হয় ঝরা।
রোদের তাপ আরো প্রচন্ড হয়ে যায়
মানুষ আর পশুপাখি কত কষ্ট পায়।
নদী-নালা খাল-বিল জল শূন্য হয়
পানির অভাবে যা কষ্টে আরো রয়।
গ্রীষ্মের আকাশ কালো মেঘে ভরে
কাল বৈশাখী ঝড় কত বেশী পড়ে।
কৃষকের মুখেও খুশীর হাসি ফোটে
নলকূপের পানিতে যত ফলন ঘটে।
বর্ষায় থাকে ব্যস্ত মৎস্য জীবী যারা
নদী-নালা খাল-বিলে মাছ ধরে তারা।
বর্ষায় আকাশ বেশ ঘোর হয়ে থাকে
কালো মেঘ জমে রয় আরো ফাঁকে।
কৃষকের মুখে বর্ষাকালে হাসি ফোটে
আমন ধানও চাষ করে চাষিরা মাঠে।
দেখতে পাই বর্ষায় বেশি গন্ধযুক্ত ফুল
ভরে যায় আংগিনা আর বাড়ির কূল।