ঘনিষ্ট বন্ধু
কেবা তুমি ডাকছো মোরে
বিকেল বেলা নামটি ধরে ?
নিশ্চয় কেহ পরিচিত হয়
নয়তো নামে ডাকার নয়।
সাক্ষাতে দেখি ঘনিষ্ট এক
বাল্য বন্ধু নাম তার সেখ।
সেতো ছোট বেলার সাথী
কত সুন্দর তার মতিগতি।
বিদ্যালয়েও যেথাম সাথে
যাথায়াত ছিল এক পথে।
খেলাধুলায় হতো যে দ্বন্দ্ব
এরমধ্যে ও ছিল আনন্দ।
ছোট খাটো ঝগড়া-ঝাটি
ছুড়া ছুড়ি যত কাদামাটি।
সাক্ষাতে বিনিময় কুশল
বাল্যবন্ধু সেইতো আসল।
হাতে হাত আর গলাগলি
শুরু হলো কথা বলাবলি।
দীর্ঘ দিন পরে দেখা হলো
পুরনো স্মৃতি ভেসে গেল।
ড্রয়িং রুমে নাস্তা যা করি
বন্ধু বিদায়ের পালা ধরি।
বিদায় শুভেচ্ছা বললাম
করমর্দন সমাপ্তি করলাম।