চাকরি বাকরি
অসংখ্য নদী নালা
যা খাল বিল সমুদ্র
সাগর ও মহাসাগর
পেরিয়ে কত মানুষ
যেনো প্রবাসে যায়।
এর মধ্যে কত বেশী
মানুষ আছে তাদের
কর্ম সংস্থান সৃষ্টিতে
আর কোন ধরনের
তো সুযোগ না পায়।
আরো আছেন যতো
যারা স্বদেশে চাকরি
বাকরি করতে কতো
অফিস আদালতেও
তারা শতো দর্না দেয়।
যার ভাগ্য প্রসন্ন রয়
শতো চেষ্টা সাধনাতে
কখনো কোন ভালো
আরো কর্মসংস্থানের
যা সুযোগ করে নেয়।
ভাগ্য নিয়ন্তাই কাহার
জন্য কিবা রেখেছেন
তিনি জ্ঞাত পৃথিবীতে
যতো মানুষ ললাটের
বিষয়ে অনভিজ্ঞ সব।
খোদা রাসুলের পথে
ছুটে তাঁদের সন্তোষ্টি
অর্জন করার লক্ষ্যে
চলে গেলে দু:খ কষ্ট
দূর করে দিবেন রব।