চিলি কোঠা
একবার না হয় তোর বন্ধু হবো
হাত ধরে ভাল বাসবো মন মত
করে চিলি হলে চিলের কোঠায়
না হারিয়ে থাকো আর আড়াল
হলে কোথায় খুঁজ করে পাবো।
তুমি নিজ হয়ে বাঁধলে বুকে ঘর
কষ্ট পাবো আমায় যদি কখনো
বা আর কোনো দিন করে নেও
পর সুখের নদী হয় না যে তখন
দুঃখ কষ্ট ও যাতনার বালু চর।
মেঘ ভেবে ছিলুম বৃষ্টি হয়ে এলে
আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে
গেলে হয়তো কালকে সবার মত
তুই ছেড়ে যাবে তয় মনে রাখিস
হাতবাড়ালেই যেনো দেখা মিলে।