চোখের জল
চোখের জল আর মনের কষ্ট
যদি কাউকে দেখানো না হয়
তাহলে দু:খতেও রয় সন্তোষ্ট।
জীবনে সবে কষ্ট দিতে পারে
কিন্ত কেউ নিতে পারে না ঐ
ভাগ তাই নিজেই ব্যথা সারে।
অত্যাচারীত যদি বা ব্যথা পায়
তার কষ্টের জন্যে অন্যকে সে
কোন কষ্টে মিশাতে নাহি চায়।
অল্পে যে লোক বেশি খুশি হয়
সে কিন্তু সামান্যতম আঘাতেও
অনেক বেশি কষ্টে ভোগে রয়।
হাজার সুখের স্মৃতি একটি কষ্ট
মুছতে পারে না আবার একটি
কষ্ট হাজার সুখ করে দেয় নষ্ট।
এটি জীবনের কত নিষ্ঠুর সত্য
চিরাচরিত নিয়মের কারণে যা
ঘটে তা নিবারণে সব রয় মত্ত।