জান্নাতের সোপান !
বিধবা ও এতিমদের করো না অবহেলা
অভাবের ভয়ে তাদেরকে পরিবার এবং
সমাজ থেকে ই আলাদা করে না দেখে
কেউ যেন কখনো করোনা হেলা ফেলা!
জান্নাতে যাওয়ার সোপান বানিয়ে দেন
মহান আল্লাহ তাদের সাময়িক বিপদের
কারণে যারা পুনর্বাসনে সচেষ্ট হয় তারা
অফুরন্ত যা কল্যাণ উপার্জন করে নেন!
যে ভরণ-পোষণের ব্যাপারে চেষ্টা করে
বিধবা ও মিসকিনদের রাসুল(সা.)তার
প্রসংগে বলেছেন সে আল্লাহ তায়ালার
রাস্তায় জিহাদকারীর মর্যাদা পাবে পরে!
সিয়াম পালন ও ইবাদতে দণ্ডায়মান রয়
যে দিনে সিয়াম পালন করে ও সারারাত
জেগে নামাজ পড়ে সে ওই ব্যক্তির ন্যায়
আর তার উপর প্রভুর সন্তোষ্টি লাভ হয়!