জীবন যুদ্ধ !
অনেকের আশে পাশে আছে কতো
দুর্ভোগ দুর্গতি আর দুর্দশা গ্রস্ত হয়ে
প্রতিনিয়ত দিনের পর দিন কষ্ট সহ্য
করে তাদের জীবন চালাচ্ছে এ সব
মানুষের সংখ্যা অসংখ্য ও অগনিত।
অভাব অনটনে যাদের জীবন চলে
তারা তো কত বেলা খেয়ে না খেয়ে
আবার কখনোই যৎ সামান্য একটু
আধটু যখন যা তাদের ভাগ্যে জুটে
তা ভোগ করেও যত প্রশান্তি মিলে।
হায়রে নিয়তি এহেন দুর্যোগ যতো
খাবার দাবার পোশাক পরিচ্ছদ ও
মাথা গুজার ঠিকানা এসব সংগ্রহ
করতে প্রত্যহ সকাল সন্ধ্যা জীবন
যুদ্ধে সংগ্রাম করে রয় প্রতিনিয়ত!
অনেকের জীবন যেন লিলা খেলা
ধরণীর বুকে আছে অগনিত আর
সীমা সংখ্যাহীন কতো মানুষ যারা
ভোগ বিলাস ও পাচুর্যতার সীমানা
ছাড়িয়ে উল্লাসে কাটায় সারা বেলা।