জুরালো কন্ঠস্বর
আনন্দ উল্লাসে নাতনিটি মোর
প্রতিদিন ফোনে এক দুই বারো
কথা বলে এক রুম থেকে অন্য
রুমে যায় হাসি খুশিতে কতোও
আরোও জুরালো তার কন্ঠস্বর।
কি ভংগিমাও কথা বলার তার
মোবাইলে আলাপ করার সময়
সে দাদুকে আবার তো কোনও
সময়ে স্নেহের আপা মনিকে ই
চায়ও দীর্ঘ সময় কথা হয় যার।
নাতনির কথা বার্তায় হাসে সব
মাঝে মধ্যে এমন যেনো কতো
কিছু বলে মনে হয় তার যতো
কথা বার্তা কখনো শেষ হবেনা
আরো বলতে থাকেই করে রব।
সকলেই আমার নাতনীর তরে
ও তার মা বাবা আত্নীয় স্বজন
সকলকে শান্তিতে রাখতে সৃষ্টি
কর্তা আল্লাহর কাছে করবেন
দোয়া সবে মন আর প্রাণ ভরে!