জ্যোতি
জীবনের সব চেয়ে ছোট ছোট জিনিস
মন দিয়ে সকলে উপভোগ করে গেলে
যতো স্মৃতি অনেক সুন্দর হয়ে দাঁড়াবে
আর উৎফুল্ল গর্বে মন ভরে যাবে চলে।
মানুষ আসে আবার ফেরত চলেও যায়
সেই আসা যাওয়ার মধ্যে সুখ দু:খ ভরে
মহৎ কাজে সুনাম আর খারাপে দুর্নামে
কত স্মৃতি বিজড়িত রয় জীবনের তরে।
যখন খারাপ যত স্মৃতি সকলকে বিরক্ত
আর অপবাদ প্রকাশ করতেই শুরু করে
তখন নিজেকে এক ভালো স্মৃতির সাথে
যুক্ত করলে ক্ষতির প্রভাব রইবেনা পরে।
মানুষের জীবনের এক সঙ্গী হচ্ছে স্মৃতি
বেলাশেষে ছায়াও ছেড়ে যায় কিন্তু সাথী
স্মৃতির ঘনিষ্টতায় সকলের অন্তরে স্থায়ী
হয়ে স্মরণ রেখে বাড়িয়ে থাকে জ্যোতি।