টুনটুনি

ও আমার আপামনি,
গাছের ডালে টুনটুনি।
নেচে নেচে গাইছে গানা,
মিষ্টি সুর যায় শুনা।
এ ডাল থেকে ও ডালে,
নেচে গানের তালে তালে।
মহানন্দে আমরা স্বজন,
পড়া লেখা করব দিয়ে মন।
হাশি খুশিতে চলব মোরা,
সহযোগিতায় পাল্টে ধরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *