টুনটুনি
ও আমার আপামনি,
গাছের ডালে টুনটুনি।
নেচে নেচে গাইছে গানা,
মিষ্টি সুর যায় শুনা।
এ ডাল থেকে ও ডালে,
নেচে গানের তালে তালে।
মহানন্দে আমরা স্বজন,
পড়া লেখা করব দিয়ে মন।
হাশি খুশিতে চলব মোরা,
সহযোগিতায় পাল্টে ধরা।
জগতটা ঘুর্ণয়মান পিন্ড,মানুষ স্বার্থে হয়েছে ভন্ড।আল্লাহর ঈশারায় চলে,ইচ্ছে করলেই সব ফলে।কত যে আজব তাঁর সুত্র,আকাশে চাঁদ তারা নক্ষত্র।তাদের চলার গতি সুন্দর,হবে না কখন ও অসুন্দর।নিয়মে ই করছে অতিক্রম,হয়না কোন দিন ব্যতিক্রম।দয়াময় সৃষ্টি কর্তা রহমান,মোদের প্রতি মেহের বান।তাঁর দয়াতেই নাযাত পাব,হুকুম মত চলে স্বর্গে যাব।
আমরা সব বাংলা মায়ের ছেলেআমাদের জীবন কত ধন্য হলোআর জন্ম বাংলা মায়ের কোলে। বাংলা মাতার মধুর মুখের হাসিপ্রাণের চেয়ে যতো ভালোবাসিমায়ের কোমল হাসিই পূর্ণ শশী। অসংখ্য রত্ন আর মানিক জ্বলেতুলনা মায়ের ধরণীতে না মিলেমা সুশোভিত ফলে আরো ফুলে। আরো তো গাছে গাছে মিষ্ট ফলমাঠে মাঠে ফলে সোনার ফসলকতো যেন আছে সুশীতল জল। পুকুর নদীনালা তো…
কেহ প্রশিদ্ধ না হয়ে জীবন কাটালেওসুন্দরভাবে জীবন কাটানোটাই সম্ভবকিন্তু জীবনের মত জীবন না কাটিয়েবিখ্যাত হওয়াটা অনেকাংশে অসম্ভব। সময়ে অসময়ে দু:খ কষ্ট ভোগের পরেযতো কিছুই চান জীবনে পেতে পারেনঅন্যের চাওয়া নিশ্চিত করতে সাহায্যকরার লক্ষ্যে পরিশ্রমের মাধ্যমে সারেন। আপনার কঠিন মুহূর্তে উপনিত হলেওনিজের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতেশিখতে হবে সম্পুর্ণভাবে নতুবা অন্যরাসামান্য সময়ও তাদের পারবে না দিতে। সীমাহীন…
অভ্যাসের দাস আমরা মানুষ,যদি মোদের না থাকে হুশ।আমাদের চীর শত্রু শয়তান,পথ ভ্রষ্ট করা তাদের ধ্যান।প্রতিনিয়ত কুমন্ত্রণাই দেয়,ছলনা কৌশলে ভূলিয়ে নেয়।কুসংগ সংশ্রবে থাকে যারা,খারাপ অভ্যাসে চলে তারা।কু অভ্যাসের পরিনাম মন্দ,তাদের মনে সদা নিরানন্দ।সৎ সংগে যাদের বাস,স্বর্গ পেতে তারাই পাশ।ভালো অভ্যাসের দাস যারা,জীবনে কল্যাণ পায় তারা।
হরেক রকম কষ্ট যার অভাব নেই দেশেনীল কষ্ট লাল কষ্টও পাথর চাপা সবুজঘাসের সাদা কষ্ট আলোর মাঝে কালোকষ্ট কাঁচা হলুদ রঙেরই যত কষ্ট মালটিকালার শত কষ্ট রয়েছে সর্বস্থানে ঘেষে! কষ্ট ও দুঃখের এই মায়ায় অনেক বন্দীপ্রাকৃতিক নিয়মে পৃথিবীতো প্রতিনিয়তব্যতিক্রম কোন না করে তার কক্ষ পথেঘুরছে নিয়মিত ধরার বুকে আমরা যতকরছি চলার শত সহস্র জাতের ফন্দি…
মাটির উপর আছি আমিমনে প্রাণে অনেক হাসি,মাটির মানুষ এই পরিচয়কত না যেন ভালো বাসি। প্রতিনিয়ত তুমিও চলোমুখ উজ্জ্বল করে ভাইরে,এই মন্ত্র জীবনের আমিসাগর থেকে যত পাইরে। রক্ত মাংসের লোক আমিঅসংখ্য ভুল-ভ্রান্তি আছে,প্রতারণা ছল ছাতুরিকেমিশতে দেইনা তো কাছে। সময় কিন্তু চলতে থাকেবাতাস যুগের পাল্টে যায়,বন্ধু বান্ধব একই থাকেস্নেহ আর নাতো বদলায়। ছিলাম যাহা তাহাই আছিপাল্টা পাল্টির…