তফাৎ যাবো আমি
সেই নীরব আস্তানা তোমার
যেথা রয়েছে কত সুসজ্জিত
এক সন্ধ্যায় দেখা হয় আমার।
একটু একটু করে যদি তুমি
আমার প্রতি স্নেহ মমতা বন্ধ
কর তবে তফাৎ যাবো আমি।
যদি হঠাৎ করে ই যাও ভুলে
আমাকে তুমি অসুবিধা নেই
তবে আমিও চলে যাব ফেলে।
তোমার অন্তরে যদি কষ্ট হয়
কি করব আমি আচরণে ইহা
করেছো লাভ যার প্রমাণ রয়।