তাল বেতাল !
পৃথিবীতে যারা চলে তাল বেতাল
জীবন যায় ওদের উতাল পাতাল!
কতোও যেনো আবুল তাবুল গতি
আরো থাকে যত চলার ভিন্ন মতি!
গ্রামাঞ্চলে তো অনেক সুন্দর চলা
শহরাঞ্চলে লোকজন খোলামেলা!
স্বগর্বে ছুটে রয় কত ছেলে ফেলে
চলতে ফিরতেই থাকে হেলেদুলে!
কেউ ছুটে থাকে হাফ প্যান্ট পরে
ঘোরা ফেরায় ব্যস্ত কত গর্ব ভরে!
প্যান্ট পরে থাকে আরো হাঁটু ছেড়া
আভিজাত্য মনে মাথা করে ন্যাড়া!
যারা অভিবাবক শুভ কামনা করে
অনেক সন্তান বিপরীত রাস্তা ধরে!
কত আনাড়িদের ছতর ঢাকা নেই
ছুটে চলে তারা খাম খেয়ালীতেই!
সবে কিন্তু মুসলিম দাবি করে যাই
অনেকের শরিয়তের ভ্রুক্ষেপ নাই!
সকলে সঠিক ভাবে ইবাদত করো
সময় মত উপাসনা বন্দেগী সারো!