দয়ায় সৃষ্ট !

জীবনের যৌবন হে মহান তব প্রকাশ
প্রভা জীবন ও স্বপ্নের তাবির বিকাশ।

জীবনের প্রদীপ জ্বালালে বিশ্ব মাঝে
বান্দাদের বিনয় শেখালে কত সাজে।

আলোকিত আলম তব ইল্‌মের বলে
ভোরের হাওয়াও সেপাহী হরদম চলে।

মু’জিযায় বলেছে কথা পাথর নিষ্প্রাণ
তোমার সৃষ্টির সুবাসে মৃত পেলো প্রাণ।

শান কতই না বড়ো হে চিরন্তর বিজয়ী
অবয়ব তোমার মহান হওনি পরাজয়ী।

রাসূল(স.) শ্বাসের তব দশমাংশের দাম
দু’জাহানের শত বছরের হতে মূল্যবান।

তব মর্তবার ধূলিতে ঈসা মসীহ হে মহান
শতো সহস্র লাখো মৃতের দিয়েছেন প্রাণ।

আল্লাহ করেন মানুষের তরে সৃষ্টি জাহান,
আর সকলের জন্যে মুহাম্মদ (স.) মহান।

মুহাম্মদী গুণের পর্দা সৃষ্টি রক্ষা কবচ পাই
তাঁর প্রকৃত সত্তার নূরে সব হত পুড়ে ছাই!

যত নবী ছিলেন সকলের মধ্যে তুমি শ্রেষ্ঠ
হে রাসুল (স.) জীব জগতের দয়ারও সৃষ্ট!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *