দাম্ভিকতা নেই
পথবাসী বাবা মায়ের চিন্তা কতো
মাথা গোঁজার নিরাপদ আবাসের
জন্য তারা কষ্ট করে যাচ্ছে যতো।
কত সচেতন ছেলে মেয়েদের জন্য
তাদের কিভাবে ই নিরাপত্তা প্রদান
করা যায় সে চিন্তায় ঘুরে হয়ে হন্য।
শিশুদের তো কোন দাম্ভিকতা নেই
ছোট ছোট শিশুদের কেউ যে বলে
রাস্তায় থাকতেই ভালো লাগে যেই।
যারা যে একটু বুঝতে শিখেছে যবে
তারা বলছে খোলা আকাশের নিচে
অনিশ্চিত জীবন ওরা চায় না ভবে।
অন্য সব শিশুদের মত তারাও চায়
বাবা-মায়ের সাথে নিরাপদ নিশ্চিন্ত
আবাসন যাতে তারা যা শান্তি পায়।
তাদের জন্যই কাজ করছেন যারা
পুনর্বাসনে সরকারি পর্যায়ে আরো
যত জুরালো উদ্যোগ নিবেন তারা।