দিঘির মাছ
কয়েক দিন পূর্বে সকাল ১০টা বাজে
বাসা থেকে বের হয়ে মটর সাইকেলে
কেবল একাকি চললাম আমি কাজে।
গন্তব্য স্থান আমার অনেক ছিল দূরে
ছোট বড় বাজার হাট আরো কত যে
খেলার মাঠ ঘাট এসব পেরিয়ে ঘুরে।
লোকের অসংখ্য ভিড় বাজার হাটে
মাটে ও ঘাটে কেউ খেলা ধূলায় রত
আরো কত গল্প করছে বসে ঘাটে।
ছোট বড় খাল জলাশয় আরো পুকুর
ও দিঘি পেরিয়ে যাওয়ার পথেই হেরি
প্রচুর মাছ দেখে লোকে করছে শুকুর।
সেচ যন্ত্র দিয়ে সিচছে দিঘির কত জল
যতই কমছে পানি হরেক রকমের মাছ
ঘুরা ফেরায় ব্যস্ত ও পানি করে ছলছল।
সেথায় অসংখ্য শিশু কিশোরের ভীড়
যুবক বৃদ্ধ তারা চলাচলও গল্প গুজবে
ছেলেরা ব্যস্ত গাছে ভাংতে পাখির নীড়।