দিদি মনি
ও পাড়ার স্নেহের দিদি মনি,
অনেকে বলেন তাকে চিনি।
তার আচার আচরণ মদুর,
ভূলা যায় না গেলে ও সুদূর।
অনেক গুণাবলী আছে যার ,
সমাদর তিনি পান যে সবার।
বিদ্যালয়ে তিনি পড়তে গেলে,
পাড়ার লোকজন সাথী মিলে।
বই পেন্সিল কলম আর খাতা,
আরো নিয়ে যান সাথে ছাতা।
পড়া লেখার হয়ে গেলে শেষ,
ব্যাকুলের মত হন তিনি বেশ।
বাড়িতে আগমন হয় যখন,
কত মায়া মমতা রয় তখন।