দিসনারে জ্বালা !
আকাশে তাকালে দেখি লক্ষ তারার মেলা
রাতে চাঁদকে ঘিরে যেন তাদের যত খেলা।
পৃথিবীতে কতো বন্ধু মিলে বাড়ালেও হাত
তুই যে বন্ধু মোর কাছে ঐ আকাশের চাঁদ।
মন মন্দিরে বন্ধুর মায়া সুপ্ত আছেই কতো
তোর জন্যে অশান্তি আর হৃদয় টান যতো।
কেমন আছ বন্ধুরা সব প্রশ্ন মনের কোণে
মোর আশা ভালো আছ নিয়ে শান্তি মনে।
আন্তরিক বন্ধু আমার দিসনা আর জ্বালা
তর জন্যে কতো লোকে করে হেলাফেলা।
কখনো যাই হারিয়ে যদি কোন সুদূর দেশে
কষ্ট নিয়ে ফিরে আসি তখন বীরের ভেসে।
একটি প্রার্থনা আমার ভালো যেনো থেকো
কখনো হারিয়ে গেলেও স্মৃতি মনে রেখো।