দুর্জয় !

আমরা পরিশ্রমী জাতি সব
সহযোগিতায় কর্ম সম্পাদন
করার তরে মোরা সম্মিলিত
হলে করি সাড়া শব্দ ও রব।

সময়ের মূল্যায়ন যদিচ করি
মনে প্রাণে চেষ্টা করে ব্যক্তি
সমাজ দেশের উন্নতির তরে
সবে কাজ কর্ম করতে পারি।

প্রচেষ্টা সাধনা পরিশ্রম করে
সকলে একত্রে কাজের পরে
অগ্রসর অগ্রগতি ও উন্নয়নে
আমাদের এ দেশ যাবে ভরে !

দশের লাঠি যা একের বোঝা
সবাই মিলেমিশে কার্য করলে
শতো দুঃসাধ্য দুর্জয় সব কিছু
কতো কঠিন কিন্তু হয় সোজা!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *