দুর্দান্ত
ধানের মধ্যে গচ্ছিত পোকার ইতিহাস
ভরে রয়েছে পাহাড়ের সানুদেশে গাছ।
কেহো শাণ দেয় যুদ্ধাস্ত্র হিংসার বেলুন
রক্ত শুষেই জোঁকের ভ্রমপদ হলো নুন।
ধর্মের দীক্ষা পত্র জ্ঞান অধর্মের কাছে
ধৈর্যের নির্বাণ বৃক্ষের মূল ভুলে গেছে।
শৈশব কাঁধে যৌবনের উদ্ধ্যত পৌরুষ
ত্যাগ তিতিক্ষায় জীবন থাকে জৌলুস।
দিখণ্ডিত হয় ভ্রমে বিস্ময়ে রাস্তার বাঁক
আকাশে পাখি উড়ে চলে ঝাঁকে ঝাঁক।
সব নারী হৃদয় আচ্ছাদিত বিমূর্ত মায়া
রুদ্ধ দ্বার খুলে না যত রহস্য আবছায়া।
সৌহার্দ – কলহ আকীর্ণ মুদ্রায় উজ্জ্বল
খুলে দিল হাতের মুঠো শরীরতত্ত্ব জল।
ভেসে যায় সুতোরফুল মাকুরক্তে রাত
দাঁড়ায়নি অপেক্ষারাই ভুলেছে প্রভাত।
হেঁটে যায় বিচ্ছেদ হয়ে দেশান্তর মানুষ
উঁকি দিচ্ছে রাতের বেলা তবুও প্রত্যুষ।