জ্ঞানী গুনী
তুলে মানুষের ছবি
দেয়ালে স্মৃতিচারণ
কত কবি মহাকবি।
লাগানো হোক উপরে
সারাটা জীবন ভরে
থাকবে কিন্তু নিরবে।
ছবি দেয়ালের সাথে
ফুর্তিতে ঝুলিয়ে তাই
গর্ববোধ করে তাতে।
সংস্কৃতি বদলে অন্ধ
মানসিকতা খারাপ
তারা হয়েছে ধর্মান্ধ।
অসাধু কত যে নেতা
আচরণ দেখায় তারা
গুণীদের মত মাথা।