দুর্বৃত্তদের হাতে
মানবতার হাহাকার চার দিকে আজ
কোথাও যেন কেউ নেই তাদের পক্ষে
দাঁড়ানোর ক্ষমতাও সব খানেই এখন
দুর্বৃত্তদের হাতে যারা পরে নেয় তাজ।
দুশমনদের দখলে সব যে চলে গেছে
তাদের রমরমা অবস্থা এখন মর্জিতে
চলে ইচ্ছায় জগতের যত বিত্তবৈভব
সব কিছুই এখন হাতে তাদের আছে।
দেশের আমলা – কামলা আলেম সব
বুদ্ধিজীবী – শিক্ষাবিদেরা সবাই যেন
তাঁবেদার হয়েছে তাদেরই এখন দলে
দখলেও দুর্বৃত্তদের চতুর্দিকে কত রব।
এর মধ্যে কেউ যদিও বা মুখ খোলেন
সাহস কিংবা ভুল করে পরক্ষণে তো
তিনি হারিয়েও যান অজানায় নিজে
থেকে নয় বাধ্য করায় তিনিও চলেন।