দৃষ্টিভঙ্গী

সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে
ততক্ষণ কাজ করে আর অসাধারণ
মানুষেরা ভাল না লাগলেও যতক্ষণ
কাজ শেষ না হয় ততক্ষণ কাজ বন্ধ
না করে তা সম্পন্ন করে আগে বাগে।

সফল বা বিফল হওয়া মানুষের তরে
ক্ষমতার ওপর যতো যেন নির্ভরশীল
এর চেয়ে অধিক তার দৃষ্টিভঙ্গী যারা
সাফল্য লাভ করবার আগে থেকে ই
সফলদের মত তাদের আচরণ করে।

বিশ্বাস একদিন সত্যিতে পরিনত হয়
যদি নির্ভর করেন যে আপনি অবশ্য
সফল হবেন তবে আপনার ব্যবহারে
তা প্রকাশ পাবে শুধু নিজের এই দৃষ্টি
ভঙ্গীর উন্নতিতে সব যেন আশ্চর্য রয়।

সবার জীবনে কঠিন সময় আসা ভাল
এর ফলে প্রতিটি মূহুর্তের গুরুত্ব দিয়ে
তপস্যা সাধনাতে যথাযতো কাজ করে
গেলে কল্যাণ ও উন্নতির উচ্চ শিখরে
পৌঁছে আজীবন জ্বলতে পারে আলো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *