দেশ বিদেশ
আমাদের দেশে চলে যত হুলস্থুল
অন্য দেশে রাস্তায় নেই গন্ডগোল।
অনেকে বাসে উঠতে মারে ধাক্কা
বিদেশে করে অন্যদের অপেক্ষা।
ভাড়া নিয়ে কতোই করে ক্যাচাল
ইহাতে ওদের নেই কোন ভেজাল।
সিরিঞ্জ মেরে নেশা ঢুকায় ডাবে
বিদেশে নেশা করতে যায় ক্লাবে।
ময়লা আবর্জনাও রাস্তায় ফেলে
ওরা সংগে লয় যদিনা বিন মিলে।
দেশের অনেক ছাত্র করে সন্ত্রাস
প্রবাসে করে তারা নিয়মিত ক্লাস।
কত ছাত্রদের সাথে রাখে পিস্তল
ওদের থাকে বই ও পানির বোতল।
দেশের ফুটপাতে চলে বেচা কেনা
প্রবাসে এইসব কিন্তু তাদের মানা।
এ দেশের চুলাটি জ্বলে সারাক্ষণ
দরকার ছাড়া ওরা করে না অন।
ড্রাইভার অকারণেই ভেঁপু বাজায়
ওরা অপ্রয়োজনে হাত না লাগায়।