দোয়ায় মুক্তি
মা বাবা থাকলে সব শান্তি
তাঁদের খুশিতে মন প্রশান্তি।
তাঁরা পাশে থাকলেই সুখ
দুরিভূত হয়ে যায় যত দুঃখ।
দূর্ভোগ কষ্টে ঝাপিয়ে পড়ে
সন্তানদের জন্য শত লড়ে।
আহাজারি সীমাহীন করে
সর্বদাই আল্লার নাম ধরে!
বিপদ মুক্তি কখন যে হবে
তাঁদের দোয়ায় রক্ষা পাবে!
ইহ ও পরকালে ত্রাণ নিহিত
তাঁদের শত প্রার্থনা জড়িত!
আল্লাহ করেছেন আদেশ
সুন্দর ব্যবহার এর নির্দেশ!
তাঁদের প্রতি সদ্ব্যবহার কর
আল্লাহর হুকুমের পথ ধর!
তাঁরা উভয় অথবা একজন
বৃদ্ধ হলে যত্ন কর দিয়ে মন!
তাঁদের কিঞ্চিৎ দিও না কষ্ট
কোরান পাকে উল্লেখ স্পষ্ট!