অসীম দয়াময়
আল্লাহ পাক রব,
আমরা বন্দা সব।
পালন কর্তা তিনি,
সবাই মোরা মানি।
হুকুম মত যেন চলি,
সত্য কথাও যে বলি।
সৃষ্টি করছেন যিনি,
কত দয়াবান তিনি।
পানাহার দেন কত,
শুকুরিয়া শত শত।
মিষ্টি মধুর ও পানি,
আরো অনেক খানি।
কতো শান্ত পরিবেশে বসেঅবসর সময় পার করতেআলাপ চারিতায় কতজনসেথা একজন গেল এসে। শেষে করুণ কাহিনী বলেচলার পথে এক রিক্সাকেচলন্ত বাস সজোরে ধাক্কাদিলেই দুর্ঘটনা ঘটে ফলে। যাত্রী চিৎকার করে কতোতার শরীরের বিভিন্ন স্থানেআঘাত পেয়ে ব্যথা বেদনাপেয়ে কান্নাকাটি করে যত। লোকেরা ফার্মেসিতে নেয়ফার্মাসিস্ট ভাল করে তারপরীক্ষার পরে প্রয়োজনীয়পথ্য ও প্রেসক্রিপশন দেয়। অবশেষে বাসায় নেয়া হয়অপেক্ষমান মা বাবা…
তুমি ও যাবে সাথে আমারযেথায় আছে সাথী তোমার। আমরা আরো সকল যারাশীতের পিঠা খাবো মোরা। গল্প গুজবের ব্যস্ততায় রবপিঠা ছাড়া কত নাস্তা নিব। হাসি তামাশায় লেগে যাবআনন্দ খুশিতে মজা পাব। পরেই নৌকায় করব যাত্রা ছাড়িয়ে যাবে খুশির মাত্রা। বহু দিন পরেই নৌকা ভ্রমণ ফুর্তি উল্লাসেই করব গমন। দুপুর গড়িয়েও সন্ধ্যা বেলাযাত্রায় হবেনা হেলা ফেলা। সন্ধ্যায় প্রত্যাবর্তন যে…
আল্লাহ মানুষকে করেছেন সৃষ্টিএকত্ববাদ ও আনুগত্যের সাথেইবাদত বন্দেগী যথাযথ পালনআর মহৎ জীবন তৈরীর শেষেউপার্জনও করে নিবে সন্তোষ্টি। সৎকর্ম করলে তা দেখতে পাবেযদি তা সামান্য ও অণু পরিমাণহয় আর অসৎ কর্ম করলে তাওদেখতে পাবে আল্লার আদেশ ওনিষেধ মানতে সব সচেতন রবে। আমাদের মহান সৃষ্টি কর্তা বলেনহে ঈমানদাররা আল্লাহকে সঠিকআর যথাযথ ভয় কর তোমাদেরকেহো যেনো প্রকৃত মুসলমান…
ধরণীতে যা কিছু আছে বিরাজমান ,সকল কিন্তু সৃষ্টি কর্তার অশেষ দান।নদ নদী সাগর আর মহা সাগর যত ,জীব জন্তু আছে যে অনেক শত শত।পাহাড় পর্বত বন বনানী জংগল যত ,তরু লতা বৃক্ষরাজী প্রভূর নামে রত।পাখি সব এ ডাল থেকে ও ডালে যায়,মনের সুখে কতই গান মিষ্টি শুরে গায়।বাঘ ভালুক সিংহ যত, হিংশ্র প্রাণী যারা,দাপট হুংকার…
পরের ব্যথায় দু:খ যদি নাহি পাও কখনমানব কুলেতে জন্ম হবে অসারও তখন! জীবন অস্থায়ী কেউ টিকে নি চীর কালখোদার কাজ যত কর সুস্থ থাকতে হাল! হযরত আদম (আ.) মোদের পিতা আদিকখনো লোভ করেননিতো ক্ষমতার গদি! যত ওলি নবী আউলিয়ারা গেছেন চলেএকই বাক্য তাঁরাও সকলে গেছেন বলে! আল্লার পথে চলতে আদেশ করেন তাঁরাতাঁর হুকুম মেনে চললে…
ঋতু চলছে যখন শীতের , ছেঁড়া কাঁথা গায়ে গীতের।সুর লহরীতে মুখরিত মুখ,বুঝবেনা যেন আছে দুঃখ। ঢাকায় বাংলা একাডেমী,টান্ডার তীব্রতাও কমেনি।উদ্যানের দেয়ালের সাথে, কয়েক জন শীতের রাতে।সবাই আগুনের নেয় তাপ, পাশে নেই তাদের মা বাপ।নেশা দ্রব্য কেউ পান করে, অকালে ই তারা যায় মরে।অনেকেই থাকে ফুট পাথে, আলাপ হলে তাদের সাথে। জানা যায় আরো বেশ তত্ত্ব, যত কিছু বলছে হবে সত্য।