ধনী – গরীবের গতি
দেশে ধনী মানুষের সংখ্যা যায় বেড়ে
তাঁদের সঞ্চিত সম্পদের পরিমাণ খুব
বেশী তাই ভাগ্যের উন্নতি আরো গড়ে।
অপর দিকে গরিব লোক আছে যারা
তারা আরও গরিব হচ্ছে তাদের আয়
রোজগার কমে আরো নিশ্ব হচ্ছে তারা।
উপর দিকে উঠে উপরের যাত্রীর যাত্রা
অগ্রসর হচ্ছে আর নিচের যাত্রীর যাত্রা
নেমে নিচের দিকে কমে সম্পদের মাত্রা।
অনেকের আবাসন ঠিকানা পাঁচতলায়
ভাগ্য প্রসন্ন হলে থাকে তারা আলিসানে
নির্মম পরিহাসে পড়ে রয়তো গাছতলায়।
যে দেশে দারিদ্র্যসীমার নিচেই করে বাস
সে দেশে ভারসাম্যহীন বিপরীত মুখী যত
পরস্পর অর্থ ব্যবস্থার উন্নতির নেই আস।
বাংলাদেশে সংখ্যায় বেড়েছে ধনী অতি
যুক্তরাষ্ট্র চীন জাপান ও ভারতসহ যতো
উন্নত দেশের চেয়ে বেশি স্বদেশের গতি।