ধর্মধর !
ধার্মিকতা ধর্মান্ধতা সমান তো নয়
ধার্মিকতা মানুষকে আলোর পথে
নেয় ধর্মান্ধতা ধ্বংসের কারণ হয়!
যারা ধর্ম প্রচার করিতে চেষ্টা করে
সম্পূর্ণ উপলব্ধি না করিয়া ক্রমশই
তারা জীবন হইতে টেলে দেয় দূরে!
সন্ত্রাসবাদ বৈধতা নয় কোনো ধর্মে
সব সময় ইসলাম ঘৃণা করে মানুষ
হত্যা তাই ইহা সমর্থন না ধর্ম কর্মে!
যিনি যত বেশী ভাষণ দেননা কেন
ধর্মধর হবেন না অল্প মাত্র ধর্মকথা
শুনেই জীবনে প্রয়োগ করেন যেন!