ধোঁকাবাজদের খপ্পরে

সাংবাদিক সিটি রাউন্ডআপ করতে যান
পুরো শহরের কতো রকমের তথ্যই পান।
প্রচার মাধ্যমে বিচিত্র কলামে খবর দেন
প্রয়োজনের তাগিদে জনগণ কিনে নেন।
বিভিন্ন ভাবে কত জন শত জর্জরিত হন
দোষে বা খপ্পরে কত ভাগ্যের বোঝা বন।
অনেকে শাস্তিযোগ্য অপরাধেই কষ্ট সয়
আবার কতেক নির্দোষ হয়েও শাস্তি হয়।
একদিন বনানীর ডেটকো অফিসে ভিড়
শত শত তরুণের দল ছিল যেথা নিভিড়।
সেথায় কত যে ছিল হইচই ও হৈ-হুল্লোড়
ঘেঁষা ঘেষি টেলা টেলি কতো গন্ড গোল।
ডেটকোর সামনে এক নোটিশ টাংগানো
দৃষ্টি আকর্ষণেই উজ্জ্বল ভাবে রাংগানো।
অস্ট্রেলিয়া ও লিবিয়ায় লোক নেয়া হবে
কর্মী নিয়োগ দিবে গরুর খামারের জবে।
শত আশা ভরসায় উপস্থিত জনতা ছিল
কর্তৃপক্ষ ইন্টার ভিউ ও টাকা কড়ি নিল।
হাইকমিশনের অফিসার মাধ্যমে আভাস
ঐ রকম চাহিদা নয় ওরাই করছে প্রকাশ।
শতশত যুবক ধোঁকাবাজদের ধান্ধায় পড়ে
টাকা কড়ি উদ্ধারের জন্যে দীর্ঘ দিন লড়ে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *