ধ্যানে ইবাদত !
আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা
মুসলিম ব্যক্তির জন্যে ইবাদত
এসব বিষয় বস্তুর শিক্ষা নিলে
ঈমান বৃদ্ধি হয়ে বিশ্বাসে দৃঢ়তা
এসে শেষে উন্নয়ন করে তারা।
ইমানদারদের তরে নিদর্শন যত
মহান সৃষ্টিকর্তা বলেন নিশ্চয় ই
আকাশ ও পৃথিবীতে তাঁরই সৃষ্টি
নিয়ে চিন্তা অন্তরকে উজ্জীবিত
দৃষ্টিকে আলোকিত রাখে শতো।
আরো আচরণকেই সংহত করে
শিক্ষা গ্রহণ হয় চিন্তা হতে বিমুখ
হলে মনকে কতো পাষাণে ফেলে
উদাসীনতায় অনুশোচনার দিকে
চলে গোনায় নিমজ্জিত রয় পরে।
মহান আল্লাহ অন্যত্র বলেন,‘যারা
তাকওয়ার অধিকারী হয় শয়তান
যখন তাদের কুমন্ত্রণা দেয় তখনই
আল্লাকে স্মরণ করে এবং কঠোর
সতর্কতার মাধ্যমে মুক্তি পায় তারা।