আমরা বাঙালি
আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত আজ
ভাষার মাসে মহিমান্বিত হয়ে পরি কত সাজ।
বাংলা ভাষা বিপুল জন গোষ্ঠীর হয়েছে জয়
মহা বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে প্রচার রয়।
জাতি সংঘের দাপ্তরিক ভাষার উদ্যোগ কত
ধারাবাহিক প্রচেষ্টায় থাকলে সফল হয় শত।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
রাষ্ট্র ভাষার আন্দোলনের জন্য করে সাহস।
ভাষা শহীদদের রক্তে স্বদেশ স্নাত হওয়া
ভাষার মর্যাদা রক্ষার জন্যই পথ লওয়া।
বর্তমান সময়েও মোদের লড়াই থেমে নেই
আন্দোলনের ফল ও যা হওয়ার হবে সেই।
পাকিস্তানি শাসক এবং এদেশীয় দোসর
বাংলা ভাষার প্রতি বিরূপ মনের ফসল।
রাষ্ট্রভাষা আন্দোলনের যত ইচ্ছাই করি
তার অনেক কিছুই আজ ও অপূর্ণ ধরি।
রাষ্ট্রভাষা বাংলার মান ও মর্যাদার কথা বলি,
নির্ভুল বানানে বাংলা কত সুন্দর করে লেখি।
মোরা সর্বদা বাংলার নির্ভুলে তর্কে লিপ্ত হই
ভুলে ভরা লেখা নিয়ে খেদোক্তি করতে রই।