না হও নিরাশ
আমরা আছি যত শ্রেষ্ঠ জাতি
সঠিক থাকতে হবে মতি গতি।
আচার আচরণে হবে না ত্রুটি
বাড়াতে হবে সমাজে জ্যোতি।
চলাচলে রাখবে ভালো সাথী
হতে পারেতো জীবনে উন্নতি।
খোঁজে নেও যে উন্নত জাতি
উন্নয়নের সঠিক থাকবে মতি।
আশরাফুল যা মাখলুকাত যত
সঠিক রাস্তায় অগ্রসর ও তত।
উত্তম চরিত্র ও রয়েছে যাঁদের
সর্বস্থানে সম্মান আছে তাঁদের।
কথা বার্তা চাল চলনেও উন্নত
সত্যবাদীরা হয়না তো অবনত।
আল্লাহ তায়ালা মর্যাদা বাড়ান
অহংকার তাঁদের দেন তাড়ান।
সৃষ্টি কর্তার উপর করো ভরসা
তাঁর কৃপা থেকে না হও নিরাশা।