নিমন্ত্রণ
যোগদান করতে যবে
অফিসের সহকর্মির
ছোট ভাইয়ের বিয়ে
অনুষ্ঠানে যেতে হবে।
সাপ্তাহিক ছুটির দিন
১৪ই অক্টোবর ২২খৃঃ
বিয়ের নিমন্ত্রণ ছিল
সখ্যায় ছিলাম তিন।
সিলেট থেকে ঐ দিন
কোম্পানিগঞ্জে যাবো
বহু দূরের যাত্রা পথে
যাওয়া হয়নি সেদিন।
বউ ভাতের নিমন্ত্রণ
বিয়ের পরেরই দিন
কয়েক দিন পূর্বের
ছিল যার আমন্ত্রণ।
শনিবারে মোরা যাব
দাওয়াতে,নাতিন বড়
টিকে বলেছি গল্পের
ছলে তুমি যাবে সাথে।
মনে কোন শান্তি নাই
ছোট নাতিনটি মোর
কক্সবাজারে আছে
তাকে যে ফেলে যাই।