নিরুদ্দেশ হয় কতো !
আল্লার ভরসায় তুমি যেতে পারো
ছোট বড় যতো সংগী নিও আরো
সময় মতো ইবাদত বন্দেগী করো
সর্বদা আল্লাহকে খুশীর পথ ধরো
দৈনন্দিন দরকারী কাজও সারো!
সেথা থাকবে সবাই একত্রে মিলে
উন্নয়নের কাজ করো মিলে মিশে
সম্মিলিত থাকলে পাবেনা দোষে
অনায়াসে হবে কাজ ফুর্তির বশে
সবার সময় যাবে আনন্দ উল্লাসে!
যুবক বৃদ্ধ কত ত্যাগ করে স্বদেশ
জন্মভূমি ছেড়ে তারা যায় বিদেশ
প্রগতি উন্নতির থাকে যত উদ্দেশ
দেশ হতে যায় তারা অন্যান্য দেশ
অনেকের ভাগ্যেও ঘটে নিরুদ্দেশ!
শত ব্যথা কষ্ট হয় তো ললাটে রবে
কষ্টের পর শান্তি ভাগ্যে আসে যবে
সুখ সমৃদ্ধির ফুর্তি উল্লাসে রয় তবে
ইবাদত ও উপাসনায় থাকলে সবে
দুর্ভোগ দুর্গতি যা খোদা দূরে নিবে!