নির্যাতন
সেদিন দেখিলাম যে রেলে
গরীব বলে একজন ছেলে
লাট বাহাদুর সাহেব তারে
আচমকা তখন জোর করে
নিচে তাকে দিলেন ফেলে!
খুব কষ্টে চোখ দুটি দিয়ে
এসে গেল যেন তার জল
এ রকম করেই সর্বদা কি?
খোদার পৃথিবীটাতে ভরে
মার খেয়ে যাবে যত দুর্বল!
সবলদের নির্মম অত্যাচারে
নিপিড়ন নির্যাতন অনাচারে
অসহায় দুঃখী সব নির্বিচারে
পরিত্রাণ পাচ্ছে না সুবিচারে।