পরপারে যাত্রা !
একের পরে একজন চলে যায়
এ জগতে যতো মানুষ এসেছে
পর্যায়ক্রমে ধরণী থেকে সময়ে
বিদায় নিয়েই পরপারের দিকে
যেতে সবার থেকে বিদায় পায়।
এ যাত্রা সৃষ্টির আদিকাল হতে
জন্মিলে মরতে হবে চিরন্তন এ
সত্য বাণী সর্বদা জাতি ধর্ম বর্ণ
নির্বিশেষে সবার ক্ষেত্রে সকলে
ভোগও করতে হবে সময় মতে।
সৃষ্টির উৎকৃষ্ট জীব আমরা সব
পরম করুনাময় আল্লা তায়ালা
জ্বীন এবং মানব জাতিকে শুধু
ইবাদত ও বন্দেগী করার লক্ষ্যে
সৃষ্টি করেছেন তিনি মোদের রব!
সেজন্যই ন্যায় পথে চলতে হবে
আর মহান রাব্বুল আলামীনের
সন্তোষ্টি অর্জন করে তাঁর হুকুম
আহকাম নিয়মিত মেনে ইবাদত
পালনে ইহ পরকাল সুন্দর রবে!