পরিত্রাণ
অবিরাম বৃষ্টির জল,
মাট ঘাট হয়েছে তল।
গাছ পালা তরুলতা ,
ভেসে গেছে যথাতথা।
পশু-পাখির ভেঙ্গে আবাসন,
হলো তারা সহ নির্বাসন।
অথই পানির স্রোতের জুর,
চুরমার হলো নদীর কূল।
হিংস্র পশু বনের বীর ,
তাদের গতি হয়েছে ধীর।
সর্বত্রই জীবন মরণ খেলা,
কাহারো নেই, কোন অবহেলা।
বিপদ সংকুল পরিবেশ,
অসংখ্য প্রাণীর নিঃশেষ।
শ্রষ্টার কাছে জিবীত প্রাণ,
কায়মনে প্রার্থনায় হবে ত্রাণ।