পরিশ্রমী পতঙ্গ

মৌমাছি ক্ষুদ্র উপকারী যা পরিশ্রমী পতঙ্গ
বিশ্বের সর্বত্র এবং জুড়ে রয় মোদের বংগ।
সামাজিক পতঙ্গ থাকে দলবদ্ধ ভাবে তাই
গাছ পালায় ও অন্যান্য স্থানে দেখতে পাই।
মৌমাছিরা ফুলের পরাগায়ন ঘটায় তারা
বনজ ফলদ কৃষিজ উৎপাদন বাড়ায় যারা।
ওদের প্রাকৃতিক পরিবেশ থেকে আনা হয়
বৈজ্ঞানিক পদ্ধতিতে ও পালন করতে রয়।
মৌমাছিরা আকারে মাঝারি ও শান্ত বলে
তাই এদের বাক্সে লালন-পালন করা চলে।
অন্ধকার স্থান গাছের ফোকর দেয়ালে যত
আরো আলমারি ইটের স্তূপে চাক বাঁধে শত।
রাণী মৌমাছি সবচেয়ে বড় প্রকৃতির থাকে
একটি মাত্র রাণী মৌমাছি রয় একটি চাকে।
একমাত্র কাজ রাণী মৌমাছির ডিম পাড়া
পুরুষ মৌমাছি শত্রুদের করে দেয় তাড়া।
শ্রমিক মৌমাছি সবচেয়ে ক্ষুদ্রাকৃতির হয়
এদের চোখ ছোট কিন্তু হুল অনেক রয়।
নানা দলে ভাগ হয়ে যাবতীয় কাজ করে
চাক নির্মাণে ফুলের মিষ্টি রস রাখে ধরে।
বাংলাদেশে বর্তমানে দেশি ও বিদেশি যত
সব মিলে ৪ প্রজাতির মৌমাছি আছে শত।
এপিস ফ্লোরিয়া ডরসাটা সেরেনা কত আর
এপিস মেলিফেরা রয়েছে সংখ্যা বেশী যার।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *