পরিশ্রমী
দিনের শুরুতে মানুষ তার নিজ কর্মে যায়
কেউ নির্ধারিত কর্নস্থলে অন্য সব তালাশ
করে বেড়ায় এতে অনেকে সন্তোষ জনক
সংগ্রহ না করায় শ্রমের সুযোগ নাহি পায়।
পরিশ্রমী লোক চতুর্দিকে ঘুরে ফিরে থাকে
যারা কাজের অনুসন্ধান করতে তাদের যা
মূল্যবান সময় ব্যয় করে পরে অনোন্যপায়
হয়ে যায় সংসারেরও হাল ধরতে হয় যাকে।
পরিবার পরিজন সবাইকে নিয়ে চলে যাঁরা
সুখ সাচ্ছন্দ্য উন্নতি লাভ পোশাক পরিচ্ছদ
যোগান দিতে সার্বক্ষণিক ত্যাগ তিতিক্ষাতে
অশান্তি আরো পেরেশানী ভোগ করে তাঁরা।
আল্লাহর ইবাদত আরো বন্দেগী করে গেলে
সত্য নিষ্ঠার সহিত ঐকান্তিক প্রচেষ্টার ফলে
দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে সবার
কল্যাণ মংগল সুখ আরাম ও আয়েশ মিলে।