পাখ পাখালি
আকাশে চাঁদ তারার খেলা,
গাছের ডালে পাখির মেলা।
এডাল থেকে ওডালে যায়,
খানা খাদ্য কতই না পায়।
হেলে দুলে নেচে নেচে,
মুগ্ধ তারা গানা গেতে।
ময়ূর তার পেখম মেলে,
ময়ূরী চলে তালে তালে।
বন বনানী গাছ গাছালি,
হরেক রকম পাঁচ মিশালি।
নিয়ম মাফিক আছে তারা,
তাদের কোন নেইকো সাড়া।