পার্থিব জীবন
যখন সামাজিক ভাবে কাহাকে আক্রমণ করে
কোনো বিষয় নিয়ে সকলে একত্রে মিলে সেই
সম্মিলিত আক্রমণের সামনে দাঁড়িয়ে একজন
ব্যক্তি আসলেই তখন অসহায়ত্বে ভোগে পরে।
সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জীব হলেও মানুষ অসহায় বেশী
তারা অত্যন্ত মূল্যহীন হিসেবে বসবাস করে রয়
এই পৃথিবী থেকে কতো অসংখ্য অগনিত কিছু
শিখে কিন্তু বিনীত হতে পারেনি বলে হয় দোষী।
কখনো কেউ হতাশা বিরক্তি তিক্ততা অসহায়ত্ব
এ সমস্ত যদি কিছু বিরাজ করে তবে তার দ্বারা
পার্থিব জীবনের উন্নতি অথবা কল্যাণের ক্ষেত্রে
অগ্রসর হওয়া অসম্ভব আরো ক্ষীণ হয় ব্যক্তিত্ব।
সকল যেন অসহায় পৃথিবীতে কেহো কারো নয়
কেবল সাচ্ছন্দে থাকার আশা নিয়ে কাছে টেনে
নেওয়ার ব্যর্থ প্রত্যয় আরো অল্প ভুল ভ্রান্তি হলে
দূর দূরান্তে ফেলে যাওয়ার এক বাস্তব অভিনয়।